গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আর্থিক সুবিধাসহ আপগ্রেডেশনের দাবিতে এবং পদোন্নতি বঞ্চিত শিক্ষকরা মানববন্ধন করেছেন। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এ মানববন্ধন অুষ্ঠিত হয়।
পরে শিক্ষক সমিতির কাযলয়ে এক প্রেস ব্রিফিং-এর আয়োজন করেন। মানববন্ধনে মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ইমরান হোসেন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাবিবুর রহমান, অর্থনীতি বিভাগের প্রভাষক মো. রাকিবুল হাসান এবং পরিসংখ্যান বিভাগের প্রভাষক মাইদুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম তার লিখিত বক্তব্য পাঠ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার