‘গুচ্ছ পদ্ধতিতে ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিভাগ পরিবর্তন ইউনিট চালুর’ দাবিতে বরিশালে মানববন্ধন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘গুচ্ছ পদ্ধতিতে ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিভাগ পরিবর্তন ইউনিট চাই’ কমিটির ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে। বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
কেন্দ্রিয় বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক মো. রাসেল মাহমুদের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য শহিদুল ইসলাম জাহিদ, নিরব ইসলাম, বিজন সিকদার এবং মো. সাইফুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা এসব বিশ্ববিদ্যালয়ে বিভাগ পরিবর্তন ইউনিট চালু এবং বাংলা, ইংরেজী ও সাধারণ জ্ঞান বিষয়ে আগের ন্যায় মান বন্টনের দাবি জানান।
বিডি প্রতিদিন/হিমেল