প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর চিন্তাধারার ধারক ও বাহক। তিনিও বঙ্গবন্ধুর মতো করে এ দেশটাকে নিয়ে ভাবেন। তাই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর দেখানো পথে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু অনেক স্বপ্ন নিয়ে এ দেশ স্বাধীন করেছেন। তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করলে বাংলাদেশ শুধু উন্নতই হবে না বরং সারা পৃথিবীতে উদাহরণ হয়ে উঠবে। এইসব তরুণের হাত ধরেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন হবে।
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ আয়োজিত ‘বাংলাদেশের খনিজ সম্পদ : বঙ্গবন্ধুর অবদান ও ভাবনা’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. তৌফিক-ই ইলাহী চৌধুরী আরও বলেন, বঙ্গবন্ধু সারা জীবন মানুষের জন্য নিবেদিত ছিলেন। তিনি দেশের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। শুধু স্বাধীনতা অর্জনই নয়, স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশকে নিয়ে তিনি এক দুঃসাহসী অভিযানে নামেন। তিনি বিশ্বের বুকে বাংলাদেশকে একটি শক্ত অবস্থানে দাঁড় করানোর চেষ্টা করেছেন। শুধু বাংলাদেশের খনিজ সম্পদই নয়, তিনি সকল ক্ষেত্রে বাঙালি জাতিকে দিকনির্দেশনা দিয়ে গেছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. এ. এস. এম. মাকসুদ কামাল।
ভার্চুয়াল সভায় ‘বাংলাদেশের খনিজ সম্পদ : বঙ্গবন্ধুর অবদান ও ভাবনা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. বদরুল ইমাম। ববি’র সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ববি’র ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক আবু জাফর মিয়া।
আলোচনা সভার সার্বিক সহযোগীতায় ছিলেন নেটওয়ার্কিং এন্ড আইটি অফিসের পরিচালক কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক রাহাত হোসাইন ফয়সাল।
বিডি প্রতিদিন/এ মজুমদার