আগামী ১৪ ফেব্রুয়ারি রাজশাহীর নওহাটা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আওয়ামী লীগের মনোনায়ন চান রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু। নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হয়ে বাবার স্বপ্ন পূরণ করতে কাজ করে যাচ্ছেন তিনি।
১৯৯০ সাল থেকে টানা তিনবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান ছিলেন ফয়সাল আহমেদ রুনুর বাবা মৃত আব্দুল গফুর। ২০০৮ সাল থেকে নওহাটা পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন তিনি। কিন্তু ২০১৫ সালে নওহাটা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র থাকাবস্থায় তার বাবাকে হত্যা করা হয়।
এ বিষয়ে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুনু বলেন, ‘আমার বাবা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ব্যাপক জনপ্রিয়তা নিয়ে তিনি মানুষের সেবা করেছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপি জামায়াতের লোকজন ষড়যন্ত্র করে আমার বাবাকে খুন করেছে। সামনের পৌরসভার নির্বাচনে বাবার উত্তরসূরি হিসেবে আমি নৌকা প্রতীকে নির্বাচন করতে চাই।’
ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ রুনু ছাত্রজীবন থেকেই ছাত্র রাজনীতির সাথে যুক্ত। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ২০১৬ সালে বাংলাদেশ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
পৌরসভা মেয়র হিসেবে নির্বাচিত হলে জনগণের জন্য কী করবেন এমন প্রশ্নের জবাবে রাবি ছাত্রলীগের এই কান্ডারী বলেন, আমি অনেক দিন থেকে আমার এলাকায় প্রচার-প্রচারণা চালাচ্ছি। এলাকার মানুষের কাছ থেকে যে ভালোবাসা পাচ্ছি, তাতে আমি সত্যিই অনেক মুগ্ধ। আমি মেয়র হিসেবে মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে সকল ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করব এবং সব সময় মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ।
বিডি প্রতিদিন/এমআই