করোনা সংকটের সময় শিক্ষার্থীদের আর্থিকভাবে সহায়তার জন্য স্প্রিং-২০২১ সেমিস্টারেও ‘স্টুডেন্ট অ্যাসিসটেন্স ফান্ড’ চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি। এখনও মহামারি উদ্ভূতসংকট কাটিয়ে উঠতে পারেনি শিক্ষার্থীরা, সেই কারণে স্টুডেন্ট অ্যাসিসটেন্স ফান্ড চলমান রাখার ঘোষণা দিয়েছেন ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ভিনসেন্ট চ্যাং।
শিক্ষার্থীদের ব্র্যাক ইউনিভার্সিটির সকল প্রয়াসের কেন্দ্রবিন্দুতে রাখার অঙ্গীকারের কথা গুরুত্বের সাথে উল্লেখ করেন তিনি। প্রফেসর ভিনসেন্ট চ্যাং বলেন, ‘শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে, এই সংকটকালে শিক্ষার্থীদের কল্যাণে সবসময় একধাপ এগিয়ে কিছু করার চেষ্টা করেছি আমরা।'
স্প্রিং-২০২১ সেমিস্টারেও আগের দুটি সেমিস্টারের মতোই অর্থ সহায়তা পাবেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। নন-টিউশন ফি এর ক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থী পূর্ণ ওয়েভারসহ ১০ শতাংশ টিউশন স্কলারশিপ পাবেন। এছাড়াও, সীমিত সংখ্যক শিক্ষার্থী প্রয়োজনের ভিত্তিতে ১০ শতাংশ এর উপর থেকে শুরু করে পূর্ণ টিউশন স্কলারশিপের সুবিধাও পেতে পারেন।
উল্লেখ্য, গত সামার ও ফল সেমিস্টারে শিক্ষার্থীদের ৪৩ কোটি টাকার (৫ মিলিয়ন মার্কিন ডলার) অর্থ সহায়তা করেছে ব্র্যাক ইউনিভার্সিটি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ