স্বাস্থ্যবিধি মেনে হল খুলে পরীক্ষা নেওয়াসহ তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে প্রগতিশীল ছাত্র জোট। তাদের অন্য দাবিগুলো হলো- করোনাকালীন পরিস্থিতিতে সকল প্রকারের ফি মওকুফ করা এবং টিএসসির মূল কাঠামোর সঙ্গে অসঙ্গতিপূর্ণ কোনও নির্মাণ প্রকল্প গ্রহণ না করা।
কর্মসূচিতে উপস্থিত আছেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি রাগীব নাঈম, সাধারণ সম্পাদক সাখাওয়াত ফাহাদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক প্রগতি তমা প্রমূখ।
কর্মসূচিতে রাগীব নাঈম বলেন, করোনার সময় অনলাইন ক্লাস নেওয়া হলো এই কথা বলে যে শিক্ষক-শিক্ষার্থীরা সংযুক্ত থাকুক, কোন পরীক্ষা নেওয়া হবে না। কিন্তু বিশ্ববিদ্যালয় সেই জায়গা থেকে সরে এখন বলছে, অনলাইন ক্লাসের উপর ভিত্তি করেই পরীক্ষা নিবে। আবার শিক্ষার্থীরা যে পরীক্ষা নিচ্ছে, শিক্ষার্থীরা থাকবে কোথায়? প্রশাসন থেকে তাদের আবাসন নিশ্চিত করা হচ্ছে না। শিক্ষার্থীরাই জানে তারা কী অবস্থায় আছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নাকি আশাবাদ ব্যক্ত করেছেন টিএসসির আধুনিকায়ন করতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন তা নির্দ্বিধায় মেনে নিয়েছ। তারা বলছে এখানে নাকি ২০ তলায় একটি ভবন হব। আমরা বলতে চাই টিএসসি বিখ্যাত তার ঐতিহ্যের কারণে। এখানে যে মুক্তচিন্তার সুযোগ রয়েছে, ২০ তলা ভবন করলে সেটি নষ্ট হয়ে যাবে। অপরাজেয় বাংলা দেশের স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত। প্রধানমন্ত্রী যদি বলেন যে সেটি পুরনো হয়ে গেছে। এটি ভেঙ্গে ফেলে নতুন একটি স্থাপত্য এখানে তৈরি করা হবে। আমার ভয় হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটিও মেনে নেবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ