খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) তিন শিক্ষকের চাকরিচ্যুতির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস বিভাগের শিক্ষকরা নিন্দা জানিয়েছেন। আজ রবিবার দুপুরে বিভাগের আটজন শিক্ষক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
লিখিত বিবৃতিতে বলা হয়, খুবি কর্তৃপক্ষ বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবুল ফজল ও প্রভাষক শাকিলা আলম এবং ইতিহাস ও সভ্যতা বিভাগের প্রভাষক হৈমন্তী শুক্লা কাবেরীকে অপসারণ করেছে। আমরা তাদের এ সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি।
বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তান শাসনামল থেকেই বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় অগ্রসর চিন্তা ও প্রগতিশীল ধারার অনুসারী ছিল। খুবি’র শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে আন্দোলন করছিল। ওই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছিলেন কিছু শিক্ষক। তদের মধ্যে থেকে এই তিন শিক্ষককে বেছে নিয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নিঃসন্দেহে এই সিদ্ধান্ত অসৎ ও উদ্দেশ্য প্রণোদিত। পাকিস্তানী শাসনামলে সামরিক জান্তা এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতেন। আমরা এই অনৈতিক ও সমগ্র শিক্ষক সমাজের জন্য অবমাননাকর সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।
বিডি প্রতিদিন/আবু জাফর