জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা গ্রন্থদ্বয় থেকে যা শিক্ষণীয়’ শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দক্ষ বিচারকমন্ডলী সেরা বিজয়ীদের নির্বাচিত করেন।
এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন আফরাসীম আহমেদ (ইংরেজি, নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ), তিনি ৫০ হাজার টাকার চেক ও সনদ পাবেন। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোছা. সাদিয়া আফরিন (প্রাণিবিজ্ঞান, রাজশাহী কলেজ)। তিনি পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকার চেক ও সনদ পাবেন। যুগ্মভাবে তৃতীয় হয়েছেন শিলা আক্তার (উদ্ভিদ বিজ্ঞান, সরকারি কুমুদিনী কলেজ) এবং এস এম দেলোয়ার হোসেন (হিসাববিজ্ঞান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ)। তারা দুজনে ২০ হাজার টাকা করে চেক ও সনদ পাবেন। তাদের পুরস্কারও ১০ ফেব্রুয়ারি একই অনুষ্ঠানে প্রদান করা হবে।
উল্লেখ্য, রচনা প্রতিযোগিতায় সারা দেশের ৯০টি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এরমধ্যে ১৬৪টি রচনা জমা পড়ে। এরমধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও যুগ্মভাবে তৃতীয় স্থান বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার