বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) -এর সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেছেন, ‘আমরা এখন ৪র্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছি। এই শিল্পবিপ্লব দেশের তরুণ প্রজন্মের জন্য দারুণ সুযোগ করে দিয়েছে। চুয়েট সঠিক পথেই হাঁটছে। তাদের শিক্ষার্থীদের সব রকমের পোটেনশিয়ালিটি রয়েছে। শেখ কামাল আইটি ইনকিউবেটরের সুবিধা কাজে লাগিয়ে নিজেদের সেভাবে দক্ষ করে গড়ে তুলতে হবে। একই সঙ্গে নবায়নযোগ্য শক্তি খাতে গবেষণা বাড়তে হবে। আন্তর্জাতিক কনফারেন্স শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গবেষণার সংস্কৃতি গড়ে তোলে।
সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) যন্ত্রকৌশল বিভাগের আয়োজনে তিন দিনব্যাপী ৬ষ্ঠবারের মত যন্ত্রকৌশল ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে “6thInternational Conference on Mechanical Engineering and Renewable Energy (ICMERE2021)” শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন।
কনফারেন্সে গেস্ট অব অনার ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। যন্ত্রকৌশল বভিাগরে অধ্যাপক এবং কনফারেন্স টেকনিক্যাল চেয়ার অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি), যন্ত্রকৌশল ডিভিশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির উদ্দিন। যন্ত্রকৌশল বিভাগের ‘১৯ ব্যাচের শিক্ষার্থী ওয়াসিফ সাদমান তানিম ও শায়লা শাহরিন ¯িœগ্ধার যৌথ সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বেগ, কনফারেন্সের উপদেষ্টা কমিটির কো-চেয়ারম্যান ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কনফারেন্সের টেকনিক্যাল সেক্রেটারি ও যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমিনুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিগ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জোবায়ের, কেএসআরএম’র সাপ্লাই চেইনের সহকারী মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. মোস্তফা আনোয়ার খান ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (দক্ষিণ পূর্বাঞ্চল)-এর প্রধান প্রকৌশলী মো. রমজান আলী প্রামাণিক। বিদেশি মূল প্রবন্ধ উপস্থাপকদের হতে বক্তব্য রাখেন প্রফেসর ড. মাসজুকি বিন হাজি হাসান, প্রফেসর ড. মোহাম্মদ রাসুল, প্রফেসর ড. ফিরোজ আলম ও প্রফেসর এমেল তাবান। এবারের কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, ভারত, মালয়েশিয়াসহ বিশ্বের ১০টি দেশ থেকে আগত যন্ত্রকৌশল বিষয়ের অন্তত দুই শতাধিক শিক্ষক, গবেষক, বিজ্ঞানী, প্রফেশনাল এবং উদ্যোক্তাগণ অংশগ্রহণ করেন। কনফারেন্সে যন্ত্রকৌশল বিষয়ের পাশাপাশি বর্তমান বিশ্বের আলোচিত ইস্যু নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণা প্রবন্ধসমূহ উপস্থাপিত হয়। এবারের কনফারেন্সে ১৫টি টেকনিক্যাল সেশনে মোট ১৪৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়। এছাড়াও ৮টি কী-নোট এবং একটি ইন্ডাস্ট্রিয়াল টক উপস্থাপিত হয়।
বিডি প্রতিদিন/এএম