ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার দুইপক্ষের মধ্যে শহীদ আবদুর রব হলের রুম দখলের বিষয়ে কথা কাটাকাটি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন উভয়পক্ষের তিনজন আহত হয়।
চবি সূত্রে জানা যায়, শহীদ আবদুর রব হলে একটি কক্ষে একাকার গ্রুপের ১৭-১৮ শিক্ষাবর্ষের একজন ও ১৮-১৯ শিক্ষাবর্ষের একজন এবং বাংলার মুখের ১৮-১৯ শিক্ষাবর্ষের একজন কর্মী থাকেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে সিট নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাত ১১টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে একাকারের অন্য হলের কর্মীরা রব হলে ঢুকতে চাইলে তাদের ধাওয়া দেয় বাংলার মুখের কর্মীরা। এ সময় উভয় পক্ষের তিনজন আহত হয়। পরে চবি প্রশাসন পরিস্থিতি শান্ত করে।
প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, রাত ১১ টার দিকে ছাত্রলীগের দুই পক্ষের ছেলেদের মধ্যে ঝামেলা হয়েছে। পরে সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
বিডি প্রতিদিন/এএম