স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃঅনুষদ ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে রবিবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিসের সহযোগিতায় ও বরিশাল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক রিফাত মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রক্টর, বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষকমণ্ডলী, দপ্তর প্রধান, শিক্ষার্থী এবং জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি এ ধরনের কার্যক্রমে অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষাকে আরও বেগবান করবে। প্রত্যেক শিক্ষার্থীরই কোনো না কোনো সহশিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকা উচিত। এতে শিক্ষার্থীরা নিজেদের বিকশিত করতে পারবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার মানোন্নয়নেও এই ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রবিবার অনুষ্ঠিত দিনব্যাপী আন্তঃঅনুষদ ভলিবল প্রতিযোগিতায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীন ২৪টি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপাচার্যসহ অন্যান্য অতিথিরা।
বিডি প্রতিদিন/এমআই