বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দলীয় ট্রেন্টে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু করেন তারা।
এসময় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু ছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ উপাচার্য অ্যধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, অধ্যাপক ড. সুলতান উল ইসলাম, ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক তারেক নুর প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে বর্তমানে বিভিন্ন সংকটময় সময়ে ছাত্রলীগ যে গৌরবময় ভূমিকা পালন করছে তা যেন অব্যাহত থাকে। জাতির পিতার নিজ হাতে গড়া এই সংগঠনের কাছ থেকে এদেশের মানুষ সব সময় ভালো কিছু প্রত্যাশা করে। আমরা আশা করি, বাংলাদেশে ছাত্রলীগে জনগণের সেই প্রত্যাশা পূরণ করবে।
বিডি প্রতিদিন/ফারজানা