আগামী ১১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুপডা) এর ত্রয়োদশ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।
পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য সদস্য ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা এবং অতিথি ফি ৮০০ টাকা। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১৫ জানুয়ারি। রেজিস্ট্রেশনের জন্য প্রত্যেক ব্যাচ প্রতিনিধিদের সাথে অথবা রশিদ আহমেদ মামুন (০১৫৫২৩৩৩৮৭৩), মো. তোহা (০১৯১২৯৫০১৩০), মাইনুল ইসলাম মামুন (০১৭১১০০৩২৮৬) এর সাথে যোগাযোগ করা যাবে।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পানু গোপাল পালের (০১৭১৬-৬৫৪৭৬৩) কাছেও অফিস চলাকালে রেজিস্ট্রেশন করা যাবে।
বিডি প্রতিদিন/হিমেল