করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার ঠেকাতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। তবে চলমান পরীক্ষা, ব্যবহারিক ক্লাস এবং দাপ্তরিক কার্যক্রম সশরীরে অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক প্রশাসনিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, চলমান পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার হল সংখ্যা বৃদ্ধি ও ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে প্রয়োজনমাফিক গ্রুপ সংখ্যা বৃদ্ধি করা হবে। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র থেকে সুপারিশের পরিপ্রেক্ষিতে সাভার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে একশত টাকায় শিক্ষার্থীরা করোনা পরীক্ষা করতে পারবেন বলেও জানান তিনি।
রহিমা কানিজ আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে বড় পরিসরে আইসোলেশন করার কথাও ভাবা হচ্ছে। আপাতত প্রতি হলে অন্তত চারজন শিক্ষার্থীর জন্য আইসোলেশনের ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে সরকারি নির্দেশনার আগে হল বন্ধের কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ রাশেদা আখতার।
তিনি সাংবাদিকদের বলেন, ‘সরকার নির্দেশনা দিলে আবাসিক হল বন্ধ ঘোষণা করা হবে। তার আগে শিক্ষার্থীদের মধ্যে করোনার বিস্তার বাড়লে প্রাধ্যক্ষদের খালি বাসাগুলোতে তাদের স্থানান্তর করা হবে।’
প্রসঙ্গত, গত বছরের ১১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়। এরপর ২১ অক্টোবর থেকে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু হয়।
বিডি প্রতিদিন/এমআই