করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাওয়ায় ইতোমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তের পর শঙ্কার মধ্যে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে সহসাই সশরীরে ক্লাস বন্ধের মতো সিদ্ধান্তে যাচ্ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মূলত ওমিক্রন সংক্রমণের সর্বশেষ অবস্থা বুঝে ব্যবস্থা নিতে চান তারা। এ ছাড়া এ ব্যাপারে সরকারের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান উল ইসলাম।
তিনি বলেন, ‘করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন সংক্রমণ হার বৃদ্ধি পাওয়ায় নতুন করে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের করোনা নিয়ন্ত্রণ কমিটি ও বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসারের সঙ্গে আলোচনা করেছি। যথাসম্ভব স্বাস্থ্যবিধি মেনে ক্লাস-পরীক্ষা আমরা চালিয়ে যেতে চাই। তারপরও সরকার যে ধরনের নির্দেশনা দেবে, সেই নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তীতে ব্যবস্থা নেব।’
‘আমাদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উদাসীনতা দেখা যাচ্ছে। আমাদের সকলকে সচেতন হতে হবে,- যোগ করেন তিনি।
তিনি সকল শিক্ষক শিক্ষার্থীকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ