কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইইই বিভাগের ছাত্র মো. রাহাতুল ইসলাম জাপানের মেক্সট বৃত্তি পেয়েছেন। রাহাতুল বাংলাদেশের অন্যান্য ১৩৮ জন ছাত্রের সাথে মেক্সটে চান্স পাওয়া ছাত্রদের মধ্যে একজন। তিনি কিউশু ইনস্টিটিউট অফ টেকনোলজিতে গ্র্যাজুয়েট স্কুল অফ লাইফ সাইন্স অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়ারিং থেকে হিউম্যান ইন্টেলিজেন্স সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ের উপর ২ বছরের এমএসসি করার সুযোগ পেলেন। কোর্সটি অক্টোবর ২০২২ থেকে সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত হবে।
Ministry of Education, Culture, Sports, Science and Technology এর সংক্ষিপ্ত রূপ হলো ‘মেক্সট’। মেক্সট ভিসা প্রক্রিয়াকরণের টিউশন ফিসহ সমস্ত খরচ বহন করবে।
রাহাতুল রোবোটিক্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন। এছাড়া তিনি ইইই বিভাগের জন্য অনেক কর্মশালার আয়োজক এবং রোবো টেক লিডারশিপ প্রোগ্রামের প্রশিক্ষক ছিলেন।
রাহাতুল ইসলাম তার সাফল্যে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইইই-এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এমডি শাহরুখ আদনান খানসহ প্রতিষ্ঠানের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।