রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে দলের নেতা-কর্মীদের ওপর ‘পুলিশি হামলা’র প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌন অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ কর্মসূচি পালিত হয়।
দুপুর ১১টা ৫৫ মিনিটে শুরু হয়ে ১২টা ১০ মিনিট পর্যন্ত এ কর্মসূচি চলে। এতে সাদা দলের আহ্বায়ক মো. লুৎফর রহমান, সাবেক আহ্বায়ক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক সিদ্দিকুর রহমান নেজামী, অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী, অধ্যাপক আবুল কালাম সরকার, মামুন আহমেদ, আল-আমিনসহ ৩০ জনের বেশি শিক্ষক উপস্থিত ছিলেন।
কর্মসূচি শেষে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, গতকাল যে ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে আমরা সাদা দলের শিক্ষকেরা এখানে এসে দাঁড়িয়েছি। গতকালের ঘটনার আমরা তীব্র নিন্দা, ক্ষোভ জানাই। একজন মারা গেছেন, সে জন্য আমরা নিন্দা জানাই। আমরা দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করি। নিশ্চয় সরকার তদন্ত কমিটি গঠন করে দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনবে বলে আমরা প্রত্যাশা করি।
বিরোধী দলের যেকোনো কর্মসূচিতে গণতান্ত্রিক আচরণ করা হবে, এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করি।
অপরদিকে, সাদা দলের কর্মসূচি শুরুর আগেই কর্মসূচিস্থলের বিপরীত দিকে ‘বিএনপি-জামায়াত কর্তৃক জ্বালাও-পোড়াও-আগুন সন্ত্রাস: ২০১৩, ’১৪, ’১৫ সালে মানুষ হত্যার রাজনীতি’ শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনী শুরু করা হয়। ছাত্রলীগের সাবেক উপ-সমাজসেবা সম্পাদক তানভীর হাসান সৈকত এ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেন।
এদিকে, বুধবার নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনার পর বৃহস্পতিবার সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রবেশমুখগুলোতে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা মিছিল ও মোটরসাইকেল নিয়ে নিয়ে শোডাউন দেয়।
বিডিপ্রতিদিন/কবিরুল