রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বুধবার দিবসটি উপলক্ষে সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতিফলক, শহীদ মিনার ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে প্রশাসন। সকাল সাড়ে ৯টায় শহীদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক অবাইদুর রহমান প্রামানিক এবং প্রধান আলোচক ছিলেন মনোবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক মাসতুরা খানম।
রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে , ছাত্র উপদেষ্টা এম তারেক নুর, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সফিকুন্নবী সামাদীসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
এদিকে দিবসটি উপলক্ষে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া, সন্ধ্যায় বুদ্ধিজীবী চত্বরে প্রদীপ প্রজ্জ্বলন ও জয়জয়িতা নাটক মঞ্চায়িত হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, সমিতি, সাংস্কৃতিক সংগঠন নিজ নিজ কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছে।
বিডি প্রতিদিন/এমআই