বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের গ্রাজুয়েট কমপ্লেক্স'র ইসিই ভবনে দিনব্যাপী ডাটা এবং সাইবার সিকিউরিটি বিষয়ে প্রথম জাতীয় কর্মশালা ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। ই-এসআরডি ল্যাব প্রধান ড. আবু সাঈদ মো. লতিফুল হক, অধ্যাপক, সিএসই বিভাগ, বুয়েট কর্মশালার আয়োজন করেন। কর্মশালাটি সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠান থেকে প্রায় ৪৫ জন কর্মশালায় অংশগ্রহণ করেন। ন্যাশনাল CIRT, ইন্ডাস্ট্রিজ, ব্যাংক এবং ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞগণ সাইবার সিকিউরিটির বিভিন্ন ডোমেইনের উপর সেশন পরিচালনা করেন।
কর্মশালার মূল উদ্দেশ্য হলো- ডেটা এবং সাইবার নিরাপত্তার অবস্থা, প্রস্তুতি এবং বাংলাদেশে যেকোনো ধরনের ব্যাপক সাইবার হামলার ঘটনা মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করা।
কর্মশালার উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন তারেক এম বরকতুল্লাহ, প্রকল্প পরিচালক, ই-গভ সিআইআরটি, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, ঢাকা। বরকতুল্লাহ বলেছেন, "ডেটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের দেশের সমস্ত ডেটা দেশের মধ্যে নিজস্ব সিস্টেমে সংরক্ষণ করা প্রয়োজন"। তিনি বাংলাদেশের সাইবার নিরাপত্তা আইন, বিধি ও নির্দেশিকা নিয়েও আলোচনা করেন।
বিডি প্রতিদিন/এএম