বাংলাদেশের খ্যাতিমান কীটতত্ত্ববিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ড. বদরুল আমিন ভূঁইয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির ফেলো এবং আজীবন সদস্য ছিলেন।
সোমবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া একটায় চট্টগ্রাম নগরীর মেট্রোপলিটন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া বলেন, ড. ভূঁইয়া দেশের প্রাণিবিদ্যায় শিক্ষা প্রসারে ব্যাপক ভূমিকা রেখেছিলেন, তার মৃত্যুতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। আমরা গভীরভাবে শোকাহত এবং পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
বিডি প্রতিদিন/হিমেল