জমে উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (জবিশিস) নির্বাচন। ইতিমধ্যে নির্বাচন ঘিরে মুখোমুখি আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের নীল দলের দুই গ্রুপ। অপরদিকে এবারও নির্বাচনে অংশ নিচ্ছেন না বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দল।
আগামীকাল বুধবার সকাল নয়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে বিরতিহীন ভোটগ্রহণ। তবে আগামীকাল জয় - পরাজয়ের মাধ্যমে বিভক্ত হবে নীল দলের দুটি গ্রুপ বলে জানিয়েছে শিক্ষক সমিতির একাধিক সদস্য।
নির্বাচনে অংশ নিচ্ছেন না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দল। বরাবরের মতো তারা নির্বাচনে অংশগ্রহণ না করে নিরপেক্ষ ভূমিকা পালন করলেও পরোক্ষভাবে নির্বাচনে নীল দলের জয়-পরাজয়ে বড় ভূমিকা রাখবে। এছাড়াও সাদা দলের ভোটাররা নির্বাচনে সুবিধা নেবে বলে জানিয়েছে নীল দলের একাংশ।
তবে নীল দলের একাধিক সদস্য জানান, বরাবরের মতো এইবারও নির্বাচনে সাদা দলের দেড় শতাধিক ভোটার নীল দলের দুই গ্রুপের জয়-পরাজয়ের ভাগ্য নির্ধারণে ব্যবধান গড়ে দিবেন।
নির্বাচনে এবার ৬টি পদে নীল দলের দু- গ্রুপের মোট ৩০ জন পদ প্রত্যাশী শিক্ষক লড়াই করছেন। যারমধ্যে থেকে ১৫ জন নির্বাচিত হবেন। এছাড়াও সদস্যপদে ১০ জন ও বাকি ৫ পদে একজন করে নির্বাচিত হবেন। নির্বাচনে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ২জন, কোষাধ্যক্ষ পদে ২ জন এবং সদস্য পদে ২০ জন শিক্ষক নির্বাচনে অংশগ্রহণ করছেন। নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ৬৭৫ জন।
নির্বাচনের সার্বিক বিষয়ে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রধান নির্বাচন কমিশনার ও প্রানীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আব্দুল আলীম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আগামীকাল সকালে ভোট হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা নেই। নির্বাচন শেষ হলে সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল