ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দল ১৫ পদের ১৪ টিতেই জয় পেয়েছে। সমিতির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা।
বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদাদল জয় পেয়েছে কেবল সহ-সভাপতি পদে। এই পদে প্রার্থী ছিলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাব ভবনে নির্বাচনের ভোটগ্রহণের পর বিকাল ৫টায় ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালকের দায়িত্বে থাকা ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার।
নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন সদস্য পদে অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান (৮৮২ ভোট)।
বিডিপ্রতিদিন/কবিরুল