জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের বিবিএ এবং স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফাঁকা আসন রেখেই আগামী ২২ জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে। রবিবার বিকেলে একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশ প্রতিদিনকে এসব তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
উপাচার্য বলেন, আমরা অনেক আগেই ক্লাস শুরু করতে চেয়েছিলাম। কিছু সমস্যার জন্য বিলম্ব হয়েছে। সবকিছু শেষ করে আমরা আগামী ২২ জানুয়ারি থেকে প্রথম বর্ষের ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছি।
এদিকে সপ্তম মেধাতালিকা প্রকাশ করার পরেও এখনো আসন ফাঁকা রয়েছে ৩৫৩টি। তবে আগামীকাল থেকেই বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে মাইগ্রেশন বন্ধ হওয়া বঞ্চিত শিক্ষার্থীরা এসব ফাঁকা আসনে ভর্তির সুযোগ পাবে বলে জানিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/এমআই