বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কন্টিনজেন্টের ক্যাডেট কর্পোরাল থেকে ৬ জন ক্যাডেট সার্জেন্ট এবং ক্যাডেট থেকে ২৯ জন ক্যাডেট ল্যান্স কর্পোরাল পদমর্যদা লাভ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের মুজিব মঞ্চে উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক ও কোম্পানি কমান্ডার পিইউও আতিয়ার রহমান নব পদমর্যাদাপ্রাপ্ত ক্যাডেটদের র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন।
এ সময় ক্যাডেট সার্জেন্ট মো. রিয়াল মল্লিকের নিকট হতে নতুন ক্যাডেট ইনচার্জ হিসেবে সার্জেন্ট স্বপন মিয়াকে দায়িত্ব দেওয়া হয় এবং সিইউও মো. মামুন শেখসহ ১৯ তম ব্যাচের বিদায়ী ক্যাডেটদের ক্রেস্ট প্রদান এবং গার্ড অব অনার, আন্তঃপ্লাটুন ড্রিল, খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/নাজমুল