জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির নির্বাচনে ১৫ সদস্যের প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। আগামী ২৫ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সভাপতি হিসেবে প্রার্থী হয়েছেন ফার্মেসি বিভাগের শিক্ষক অধ্যাপক মো. সোহেল রানা ও সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থী হয়েছেন গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক আমিনুর রহমান খান।
সোমবার বিকেল সাড়ে ৩টায় কলা অনুষদের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির প্যানেল ঘোষণা করেন দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
প্যানেলে সহ-সভাপতি হিসেবে প্রার্থী হয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক অধ্যাপক মো. মনোয়ার হোসেন। কোষাধ্যক্ষ হিসেবে প্রার্থী হয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক হিসেবে প্রার্থী হয়েছেন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক বোরহান উদ্দিন।
এতে সদস্য হিসেবে নির্বাচন করবেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আবু সাইদ মো. মোস্তাফিজুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক ফারুক আহমেদ এবং একই বিভাগের অধ্যাপক মুহম্মদ নজরুল ইসলাম ও অধ্যাপক মো. আব্দুর রব, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জামাল উদ্দিন, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মো. শামছুল আলম, দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রায়হান শরীফ এবং ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিব।
এ সময় সভাপতি প্রার্থী অধ্যাপক সোহেল রানা বলেন, শিক্ষক সমিতির কাজ প্রশাসনের আজ্ঞাবহ হওয়া নয় বরং দল-মত নির্বিশেষে সকল শিক্ষকের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়া। আর তাই আমরা ঐক্যবদ্ধ হয়েছি শিক্ষা, গবেষণা, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনয়ন ও উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ফিরিয়ে আনার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে। আমরা বিশ্ববিদ্যালয়ের সকল স্তরে গণতান্ত্রিক সংস্কৃতি পুনরুদ্ধার, শিক্ষকদের পেশাগত এবং আর্থিক-সামাজিক মর্যাদা নিশ্চিতকরণ এবং এ লক্ষ্যে নিবেদিত সক্রিয় ও বলিষ্ঠ শিক্ষক-নেতৃত্বের বিকাশ ঘটাতে চাই। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।
সাধারণ সম্পাদক প্রার্থী অধ্যাপক আমিনুর রহমান খান বলেন, জাহাঙ্গীরনগরকে উন্নতির দিকে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। আমরা চেষ্টা করবো সকল ধরনের অনিয়ম প্রতিরোধ করে ক্যাম্পাসের কল্যাণমূলক কাজের গতিশীলতা আনয়ন করার জন্য। এজন্য সকলের সাহায্য কামনা করছি।
বিডি প্রতিদিন/এমআই