ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) চলছে ‘হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাস-২০২৩’ প্রোগ্রামের রেজিস্ট্রেশন। গত ১ জানুয়ারি এ কার্যক্রম শুরু হয়, যা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইউল্যাব হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাসের উপদেষ্টা ঐশিক আহমেদ বলেন, আমাদের নোবেল বিজয়ী ডক্টর মহুাম্মদ ইউনুস এই প্রতিযোগিতাকে ‘ছাত্রদের জন্য নোবেল পুরস্কার’ হিসেবে আখ্যায়িত করেছেন। তাই আমি সব শিক্ষার্থীকে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে উৎসাহিত করবো। শুধু বিশ্ববিদ্যালয়ে নয়, সমগ্র বিশ্বের কাছে নিজেদের প্রতিভা প্রদর্শনের আহ্বান জানাবো।
এ বছরের হাল্ট প্রাইজের চ্যালেঞ্জ হলো ‘রিডিজাইনিং ফ্যাশন’। সেখানে তরুণ উদ্যোক্তাদের পোশাক এবং ফ্যাশন শিল্পে একটি উদ্ভাবনী সামাজিক উদ্যোগের ধারণা নিয়ে আসতে হবে। এর দ্বারা পোশাককে আরও টেকসই করা যেতে পারে।
‘হাল্ট প্রাইজ’ একটি বছরব্যাপী ব্যবসায়িক প্রতিযোগিতা। এটি সামাজিক উদ্যোক্তাতার মাধ্যমে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধানে বিশ্বজুড়ে তরুণদের চ্যালেঞ্জ করে।
বিডি-প্রতিদিন/শফিক