রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চক্ষু গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে এই সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা গ্রুপ ‘বাইওমি’।
সেমিনারে বায়োমেডিকেল ও বায়োমেট্রিকস প্রক্রিয়ায় স্বয়ংক্রিয় উপায়ে চোখের রেটিনার বিভিন্ন ডাটা সংগ্রহ এবং রোগ নির্ণয়ের মাধ্যমে অঙ্কুরেই তা সমাধানে কাজ করা বিষয়ে আলোচনা করা হয়।
সেমিনারে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, চোখ দেহের গুরুত্বপূর্ণ একটি অংশ যেটা ছাড়া মানুষ অনেকটা অচল। বিভিন্ন সমস্যা কিংবা বয়স বৃদ্ধির সাথে রেটিনার ওপর প্রভাব পড়তে পারে। এটা সকলের গুরুত্বের সাথে দেখা উচিত। তাছাড়া আমাদের গবেষকেরা রেটিনা সমস্যাটা অঙ্কুরেই চিহ্নিত করে তা সমাধানে কাজ করছেন, যেটা খুবই আশাব্যঞ্জক দিক। তাই খুব শিগগিরই এই গবেষণার ভালো একটা ফল পাব বলে আমরা প্রত্যাশা করি। এই গবেষণা কাজে গবেষকদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন উপাচার্য।
কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সুব্রত প্রামানিকের সভাপতিত্বে সেমিনারে রিসার্চ গ্রুপের সদস্য কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. সঙ্গিতা বিশ্বাসসহ অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল