ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ বুধবার থেকে শুরু হয়েছে। আগামী ২৫ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এ বর্ণাঢ্য আয়োজনের পরিসমাপ্তি হবে।
কলেজের অধ্যক্ষ ও অনুষ্ঠানের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। তিনি ছাত্রদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া চর্চার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান।
কলেজের জুনিয়র পর্যায়ের তিনটি হাউস এবং সিনিয়র পর্যায়ের চারটি হাউস বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এছাড়া তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা শ্রেণিভিত্তিক বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবে।
বিডি প্রতিদিন/এমআই