জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সীমানা প্রাচীরের দেয়ালের গ্রিল কাটার সময় এক চোরকে হাতেনাতে আটক করেছে বিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা। বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাতটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কমনরুমের পাশে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আমরা ছাত্রী কমনরুমের গেট খুলতে এসে একজন ব্যক্তিকে দেখি ক্যাম্পাসের পিছনের অংশের সীমানা প্রাচীরে লোহার গ্রিল কাটছে। এসময় আমরা পিছন থেকে দ্রুত গিয়ে তাকে ধরে ফেলি এবং পরবর্তীতে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাই।
চুরির ঘটনায় আটককৃত ব্যক্তির নাম মো. ইলিয়াস। তার বয়স আনুমানিক ৩০ বছর। পরবর্তীতে তাকে থানায় সোর্পদ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগেও তার নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সীমানা প্রাচীরের গ্রিল কাটার সময় আমাদের নিরাপত্তা কর্মীরা তাকে হাতেনাতেই ধরেছে। আমরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেছি। ক্যাম্পাসে যেহেতু এর আগেও দুইটি চুরির ঘটনা ঘটেছে তার সাথে এর কোনো সম্পৃক্ততা আছে কিনা পুলিশ খতিয়ে দেখবে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নিবে।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসান মাতুব্বর বলেন, আটককৃত ব্যক্তিটি নেশাগ্রস্ত। আমরা তাকে আটক করে থানায় নিয়ে গিয়েছি। সুষ্ঠু তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ