রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক সাইকেল চোর আটক হয়েছে। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে তাকে আটক করা হয়। পরে প্রক্টর অফিসে চুরির অভিযোগ স্বীকার করলে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
জানা গেছে, সাইকেল চোর নগরীর চন্দ্রিমা থানার অন্তর্গত মেহেরচন্ডি এলাকার মো. আজিবর (৩৫)। বিশ্ববিদ্যালয়ের পরিবহনে সাইকেল চুরি করার সময় শিক্ষার্থীরা তাকে ধরে প্রক্টর দপ্তরে নিয়ে যায়। সেখানে জিজ্ঞাসাবাদ করলে বিগত সময়েও সাইকেল চুরির কথা স্বীকার করেন তিনি। তার দেওয়া তথ্য অনুযায়ী একটি সাইকেলও উদ্ধার করেছে পুলিশ।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে ক্যাম্পাস থেকে ৭টা সাইকেল চুরির ঘটনা ঘটেছে। তালা কেটে বিভিন্ন বিভাগের নিচতলা থেকে এসব সাইকেল চুরির অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ক্যাম্পাসে অতিরিক্ত মাত্রায় সাইকেল চুরির ঘটনা ঘটেছে। অভিনব কায়দায় চোরেরা ক্যাম্পাসে এসে এই কাজ করছে। আজকেও চুরির সময় এই চোর ধরা পড়ে। আমরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেছি এবং ক্যাম্পাসে এই চুরি ঠেকাতে সর্বদা সজাগ রয়েছি।
বিডি প্রতিদিন/এমআই