রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) 'সুনাগরিকের সন্ধ্যানে' নাটক মঞ্চায়িত হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুশীলন নাট্যদলের আয়োজনে নাটকটি মঞ্চায়িত হয়। ৪০ মিনিট দৈর্ঘ্যের এই নাটকে শিল্পীদের অভিনয়শৈলী ও ব্যাঙ্গাত্মক সংলাপ দর্শকেরা দারুণভাবে উপভোগ্য করেছেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপাচার্য গোলাম সাব্বির সাত্তার, উপ উপাচার্য সুলতান-উক ইসলাম, অনুশীলন নাট্যদলের সভাপতি এসএম আবু বক্কর এবং পরিচালক অধ্যাপক মলয় কুমার ভৌমিক।
জানা গেছে, নাটকটিতে নগরকর্তার ভূমিকায় অভিনয় করেছেন, রাকিবুল আলম, নগরকর্তীর ভূমিকায় তানজীমা মেহজাবিন, নগর মন্ত্রী লিঙ্কন বিশ্বাস, নগর পন্ডিত আরিফুল ইসলাম, ঘোষক ফাতিমা তুজ জোহরা ও সুব্রত কুমার হালদার, নগর রক্ষী হৃদয় ভৌমিক, নাগরিক অন্তর মহন্ত, হৃদয় তালুকদার ও মোশাররফ হোসেন ও নর্তকীর ভূমিকায় অভিনয় করেছেন সাদিয়া আফরীন।
নাটকটির বিষয়ে নির্দেশক অধ্যাপক মলয় কুমার ভৌমিক বলেন, নাটকটি প্রায় দুই যুগ আগে লেখা হলেও পুনরায় সেটা তুলে আনা হয়েছে। যেটাকে বলে 'রিমেকস'। নাটকটি একধরণের রাজনৈতিক স্যাটায়ার যেটির মাধ্যমে যুগে যুগে শাসকগোষ্ঠীরা সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে। তারা নিজেরা তেমন যোগ্যতা সম্পন্ন নয়। তাদের অযোগ্যতা নাটকটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। শাসকরা যদি অযোগ্য হয় তাদের মাধ্যমে সাধারণ মানুষ শোষিত ও লাঞ্ছিত হয়। তাদের মাধ্যম দিয়ে যোগ্য ব্যক্তিও বের করে নিয়ে আসা সম্ভব হয় না।
বিডি-প্রতিদিন/বাজিত