আগামীকাল বুধবার (২৫ জানুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শিক্ষক অফিসার ক্লাবে চলবে ভোটগ্রহণ। এবারের নির্বাচনে ১৫ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আওয়ামীপন্থীদের ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ মনোনীত প্যানেলের ১৫ জন ও বিএনপিপন্থীদের ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’ মনোনীত প্যানেলের ১৫ জন প্রার্থী।
মঙ্গলবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার ও বাংলা বিভাগের অধ্যাপক অনিরুদ্ধ কাহালি এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘মোট ৭৩টি মনোনয়ন জমা পড়েছিল। আওয়ামীপন্থী শিক্ষকদের একটি গ্রুপ ১৫ পদের জন্য ১৫টি ও বিএনপিপন্থীরা ৫৮টি মনোনয়ন জমা দেয়। পরে জাতীয়তাবাদীরা ৪৩টি মনোনয়ন প্রত্যাহার করে নেয়।’ এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা মোট ৬০৭ জন শিক্ষক বলে জানান তিনি।
নির্বাচনের প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, ‘আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। সঠিক সময়ে নির্বাচন শুরু হবে। আশা করি সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।’
নির্বাচনে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের পক্ষে সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ড. ফরিদ আহমেদ ও সাধারণ সম্পাদক প্রার্থী ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) পরিচালক অধ্যাপক ড. এম শামীম কায়সার। অন্যদিকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষে সভাপতি পদপ্রার্থী ফার্মাসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানা ও সম্পাদক প্রার্থী গণিত বিভাগের অধ্যাপক ড. আমিনুর রহমান খান।
বিডি প্রতিদিন/এমআই