ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে গত ২২ জানুয়ারি এক শিক্ষার্থীকে রাতভর নির্যাতনের অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ জানিয়ে মশাল মিছিল করেছে ছাত্র অধিকার পরিষদ।
মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। সংগঠনটির নেতাকর্মীরা নির্যাতনে জড়িতদের এক সপ্তাহের মধ্যে বিচার ও গেস্ট রুমে নির্যাতন বিরোধী আইন পাসের দাবি জানান। অন্যথায় শাহবাগ অবরোধের ঘোষণা দেন।
তারা–গেস্ট রুমে নির্যাতন; ছাত্রলীগের নির্যাতন, বন্ধ করো করতে হবে; ছাত্রলীগের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও; শিক্ষা, ছাত্রলীগ একসাথে চলে না ইত্যাদি স্লোগান দেন ।
বিডিপ্রতিদিন/কবিরুল