বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে ঢুকে স্নাতকোত্তর বর্ষের দুই ছাত্রকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তিন ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার হামলার ঘটনায় আহত মহিউদ্দিন আহমেদ সিফাত বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে আসামি করেন বিএমপির বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
এ মামলার আসামি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী প্রতিপক্ষ ছাত্রলীগের আলিম সালেহী ও রিয়াজ মোল্লা এবং সদ্য সাবেক শিক্ষার্থী মো. শামীমকে গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বন্দর থানা ওসি মো. আসাদুজ্জামান।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার ভোরে শেরে বাংলা হলের ৪০১৮ নম্বর কক্ষে ঢুকে হেলমেট পরিহিত একদল যুবক গণিত মাস্টার্স শেষ বর্ষের মহিউদ্দিন আহম্মেদ সিফাত ও লোক প্রশাসনের মাস্টার্স শেষ বর্ষের জিএম ফাহাদকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে তাদের শেরে বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
রাজনৈতিক বিরোধের জের ধরে এই হামলা হয়েছে বলে দাবি আহতদের। এই ঘটনার বিচার দাবি করেন তারা।
এদিকে, ওই হামলার ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন সহযোগী অধ্যাপক সুপ্রভাত হালদারকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. খোরশেদ আলম।
বিডি-প্রতিদিন/বাজিত