জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত ১০ তলাবিশিষ্ট ছয়টি আবাসিক হল এবং ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র মঙ্গলবার উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টার দিকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ উদ্বোধন করবেন তিনি।
আজ সোমবার বিকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম।
উপাচার্য বলেন, ‘প্রধানমন্ত্রী নবনির্মিত ৬টি হল গত ১৬ সেপ্টেম্বর উদ্বোধনের কথা জানিয়েছিলেন। কিন্তু ওনার ব্যস্ততার কারণে তা হয়ে উঠেনি। এখন সেই মাহেন্দ্রক্ষণ এসেছে, ১৩ নভেম্বর সকালে তিনি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হলগুলো উদ্বোধন করবেন। ওইদিন তিনি আগে নির্মিত ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রেরও উদ্বোধন করবেন।’
‘নতুন হল চালুর মাধ্যমে জাবি থেকে গণরুম জাদুঘরে যাবে’ মন্তব্য করে উপাচার্য বলেন, ‘জাহাঙ্গীরনগরকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য সরকার আপ্রাণ চেষ্টা করছে। নতুন হল চালুর মাধ্যমে শিক্ষার্থীদের আর কোনো আবাসন সংকট থাকবে না। এখানে শিক্ষার্থীরা পড়ালেখা ও গবেষণার অত্যাধুনিক সব সুবিধা পাবে।’
এর আগে, গত ১০ আগস্ট এক সিন্ডিকেট সভায় নবনির্মিত হলগুলোর নামকরণ করা হয়। মেয়েদের ৩টি (১৭, ১৮ ও ১৯ নম্বর) হলের নাম যথাক্রমে বেগম রোকেয়া হল, ফজিলাতুন নেছা হল ও বীর প্রতীক তারামন বিবি হল এবং ছেলেদের ৩টি (২০, ২১, ২২ নম্বর) হল যথাক্রমে শহীদ তাজউদ্দীন আহমদ হল, শেখ রাসেল হল ও কাজী নজরুল ইসলাম হল হিসেবে নামকরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ