বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে বহিরাগতদের হামলায় অন্তত ১০ হন শিক্ষার্থী আহত হয়েছে। এর মধ্যে তিন জনকে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বরিশাল-ভোলা সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সোমবার রাতে সদর উপজেলার বন্দর থানাধীন দূর্গাপুর এলাকার ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন কলেজের সিভিল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আতিক শাহরিয়ার, একই বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সপ্নীল ও ইলেক্ট্রনিক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সজীব।
আহত শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কারের দাবিতে গত বুধবার থেকে কলেজ শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। আন্দোলনের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জের ধরে সোমবার রাত ৯টরা দিকে কলেজের ইলেক্ট্রনিক বিভাগের শিক্ষার্থী সাকিব ভুইয়া ও শাহরিয়ার তানভীর সহ বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। রাত সাড়ে ৯টার দিকে বহিরাগত মুখোশধারীরা ক্যাম্পাসে হলে ঢুকে শিক্ষার্থীদের বেধরক মারধর ও কুপিয়ে জখম করে। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে তিন শিক্ষার্থীকে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করা হয়েছে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে রাত ১০ টার দিকে বরিশাল-ভোলা সড়কের কলেজ ক্যাম্পাস সংলগ্ন দূর্গাপুর এলাকা অবরোধ করে সাধারণ শিক্ষার্থীরা।
বিএমপি’র বন্দর থানার ওসি আবদুর রহমান মুকুল জানান, ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে শিক্ষার্থীতের দুই পক্ষ সংঘাতে লিপ্ত হয়েছিলো। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা কলেজের সামনে সড়ক অবরোধ করলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ শিক্ষার্থীদের বুঝিয়ে এবং বিচারের আশ্বাস দিয়ে অর্ধঘন্টা পর অবরোধ প্রত্যাহার করে। তবে আজ বিকেল ৫টা পর্যন্ত কোন পক্ষ থানায় হামলার অভিযোগ করেনি বলে জানান ওসি মুকুল।
বিডি প্রতিদিন/হিমেল