সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে বিএনপির দেশব্যাপী দুই দিনের ( ২২ ও ২৩ নভেম্বর) অবরোধের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
মিছিলটি বুধবার বেলা ২.৩০ টায় পরীবাগ থেকে শুরু হয়ে শাহবাগ মোড় এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণ করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের মানবাধিকার সম্পাদক নাকিবুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, সহ-সভাপতি মো. হাসানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র রায় সাহস, আব্দুল জলিল আমিনুল, মাসুম বিল্লাহ (এফ এইচ), মাছুম বিল্লাহ (এফ আার), মো. তরিকুল ইসলাম তারিক, আনিসুর রহমান খন্দকার অনিক, নাছির উদ্দিন শাওন, রাজু আহমেদ, সোহেল রানা, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, ইউসুফ হোসেন খান, আব্দুর রহিম রনি, শফিকুল ইসলাম, আমান উল্লাহ, মাহবুব আলম শাহিন, নূরে আলম ভূঁইয়া ইমন, মাহফুজুর রহমান, তৌহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. আল-আমিন, অর্থ সম্পাদক আল রাজীব রহমান। আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক উবায়দুল্লাহ রিদওয়ান, অমর একুশে হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাপ্পী, সিনিয়র যুগ্ম-সম্পাদক আলফি লাম, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান নিপু।সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল কাফী, দপ্তর সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) রিদওয়ান মাহাদী জয়, বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইফ খান, সিনিয়র যুগ্ম-সম্পাদক বজলুর রহমান বিজয়, সাংগঠনিক সম্পাদক আল-আমিন পলাশ, প্রচার সম্পাদক তানভীর আল হাদী মায়েদ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল্লাহ সাব্বির, যুগ্ম-সম্পাদক ইয়াকুব হাসান সানি, মাস্টার দা সূর্যসেন হল শাখা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক, মুস্তাকিন আল মামুন পিয়াল, মানিউল আলম পাঠান শান্ত, প্রচার সম্পাদক মনোয়ার হোসেন প্রান্ত, স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান সেজান, রাকিবুল হাসান, হাজী মুহম্মদ মুহসিন হল শাখা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আরিফুল ইসলাম, কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) শেখ তানভীর বারী হামিম, দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত আলিফ সহ অসংখ্য নেতা-কর্মী।
বিডিপ্রতিদিন/কবিরুল