শান্ত-মারিয়াম-হোংহো কনফুসিয়াস ক্লাসরুম ও বাংলাদেশ-চীন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী আজ অনুষ্ঠান হয়েছে। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এবং চীনের হোংহো বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিষয়ক যৌথ প্রতিষ্ঠান।
শান্ত মারিয়াম-হোংহো কনফুসিয়াস ক্লাসরুমের আনুষ্ঠানিক শুভ সূচনায় আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (দ্বিপাক্ষিক-পূর্ব ও পশ্চিম) ড. নজরুল ইসলামসহ সরকারি ও বেসরকারি পর্যায়ের শীর্ষ ব্যক্তিবর্গ, চীনা দূতাবাসের জ্যেষ্ঠ কূটনীতিক এবং বাংলাদেশি ও চীনা উভয় পার্টনার বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেযারম্যান বরেণ্য শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, চীনের হোংহো বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল চেয়ারম্যান প্রফেসর হোংবো প্রমুখ এ আয়োজনের প্রধান স্বাগতিক। ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউট-এর চীনা ভাষা শিক্ষকগণ এবং বাংলাদেশে ব্যবসায় অন্তভূক্ত ও কর্মরত চীনা নাগরিকদের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রাজধানীর উত্তরায় জমজম কনভেনশন সেন্টারে বিকাল ৩টায় কনফুসিয়াস ক্লাসরুমের সাড়ম্বর ফলক উন্মোচনের মধ্যে দিয়ে শুরু হয় দুই পর্বের এ অনুষ্ঠান। দ্বিতীয় পর্বে উদ্বোধন হয় বাংলাদেশ ও চীনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চিত্র প্রদর্শনী। অতঃপর অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী। চীনা ও বাংলাদেশিদের বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে শেষ হয় বন্ধুপ্রতিম দুই দেশের শিক্ষা ও সাংস্কৃতিক সংশ্লিষ্ট ব্যতিক্রমী এ অনুষ্ঠান।
বিডি প্রতিদিন/আরাফাত