মহান বিজয় দিবসে "হোক রক্তের বন্ধনে বন্ধুত্ব"-এই স্লোগানকে সামনে রেখে রক্তদান কার্যক্রমকে পলিটেকনিক শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে ঢাকার তেজগাঁও এ "ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট" ক্যাম্পাস শাখার উদ্যোগে রক্তদানে উদ্বুদ্ধকরণ এবং লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের দক্ষিণ গেইটে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সমন্বয়ক এনামুল হাসিব, ঢাকা বিভাগীয় যোগাযোগ বিষয়ক সমন্বয়ক তারান্নুম বিনতে জাকির, ক্যাম্পাস সমন্বয়ক শাহরিয়ার, সহ-সমন্বয়ক তামিম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সমন্বয়ক সানাউল্লাহ, অর্থ বিষয়ক সমন্বয়ক ঝর্ণা, যোগাযোগ বিষয়ক সমন্বয়ক রাতুল এবং ঢাকা জেলার সমন্বয়কগন এবং প্রযোজ্যভাবে উদ্যোগটি সফল করতে সাবেক জেলা ও বিভাগীয় সমন্বয়কগণ সহায়ক ছিলেন।
বিজয় দিবসের ৫২ বছর পূর্তিতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে ৫২ জন স্বেচ্ছাসেবীদের একসাথে নিয়ে কার্যক্রমটি পরিচালনা করা হয়। সবাইকে নিয়ে ক্যামেরাবন্দী হয় একটি গর্বিত গ্রুপ ছবি।
কর্মসূচিতে ক্যাম্পাস স্বেচ্ছাসেবীরা মিলে সাধারণ জনগণদের রক্তদানে উৎসাহী করে ৫২ জনের অধিক ডোনার সংগ্রহ করে সচেতনতা তৈরির চেষ্টা করেছে। লিফলেট বিতরণে স্বেচ্ছাসেবীগণ দলে দলে ভাগ হয়ে রক্তদাতা সংগ্রহ করেন। "হোক রক্তের বন্ধনে বন্ধুত্ব" স্লোগানটি এই অভিযানের মাধ্যমে চিহ্নিত হয়ে উঠেছে যে রক্তদানের মাধ্যমে সবার হৃদয়ে রক্তদাতাদের বরণ করে নিয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত