হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইন্সটিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (আইআরটি) তত্ত্বাবধানে শিক্ষকদের গবেষণা প্রকল্প সমূহের চূড়ান্ত ফলাফল উপস্থাপন বিষয়ক অ্যানুয়াল রিসার্চ রিভিউ ওয়ার্কশপের বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ড সিরিমনি (২০২২-২৩) অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া ২০২৩-২৪ অর্থবছরের বরাদ্দকৃত প্রকল্প সমূহের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রতিটি অনুষদ থেকে একজন (কৃষি অনুষদের ২ জন) শিক্ষককে সেরা প্রেজেন্টার হিসেবে মনোনীত করা হয়। জুরি বোর্ডের বিচারকরা আলাদা আলাদা নম্বর প্রদানের মাধ্যমে অনুষদভিত্তিক সেরা প্রেজেন্টার মনোনীত করেন।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, সভাপতিত্ব করেন আইআরটি’র পরিচালক প্রফেসর ড. এস. এম. হারুন-উর-রশীদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইআরটি’র সহযোগী পরিচালক প্রফেসর ড. মো. সুলতান মাহমুদ। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিনন, চেয়ারম্যান ও অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ডপ্রাপ্তদের মধ্যে থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. কামাল উদ্দিন সরকার ও বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. নূর-ই-নাজমুন নাহার।
বিডি প্রতিদিন/এমআই