নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ মুক্তিযোদ্ধা দিবস পালিত হয়েছে। শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশন যৌথভাবে দিবসটি পালন করে।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, প্রকাশক, প্রাবন্ধিক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের সম্মানিত ট্রাস্টি মফিদুল হক। এছাড়াও আরও উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান, ডা. মো. আহসানুল কবির এবং শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হকসহ বিশিষ্টজন। সম্মাননা জানানো হয় একজন বীরাঙ্গনা নারীকে।
রবিবার সকালে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের বনানীস্থ সমাধিতে এবং আজিমপুরস্থ শহীদদের সমাধিস্থলে কুরআনখানি, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল হয়। সন্ধ্যা ৬টায় মুক্তিযুদ্ধ জাদুঘরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী, সংবর্ধনা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত/মানিক