জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও সাবেক ডাকসু ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ বলেছেন, শক্তিশালী ব্যালটের মাধ্যমে এদেশের জনগণ গণতন্ত্রকে পুনরুদ্ধার করবে। জোট গঠনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এই ঐক্য জাতীয় স্বার্থে, রাজনৈতিক স্বার্থে নয়।
শনিবার বিকালে চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' দিয়ে তিনি ভাষণ শুরু করেন। এরপর সাবেক এই আওয়ামী লীগ নেতা বলেন, আওয়ামী লীগ এখন আর বঙ্গবন্ধু ও তাজউদ্দিন আহমদের আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ এখন শেখ হাসিনার আওয়ামী লীগ।
বিডি-প্রতিদিন/২৭ অক্টোবর, ২১০৮/মাহবুব