চট্টগ্রাম মহানগরের ডবলমুরিং থানার পাঠানটুলি এলাকায় মা-মেয়েকে শ্বাসরোধে হত্যার খবর পাওয়া গেছে। ঘটনার পর থেকে মেয়ে জামাইয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না।
মঙ্গলবার দুপুর একটার দিকে নিজ বাসায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। নিহতরা হলেন হোসেনে আরা (৪৭) ও তার মেয়ে পারভিন (২৩)।
সিএমপির ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দীন সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৮/মাহবুব