মারধরের প্রতিবাদ করায় চট্টগ্রামের পাঠানটুলীতে খুন হন হোসেনে আরা (৫০) ও তার মেয়ে পারভিন আকতার (২২)। চট্টগ্রামের ডবল মার্ডারের ঘটনা তদন্ত করতে গিয়ে এ তথ্য পেয়েছে পুলিশ। এ খুনের ঘটনায় মঙ্গলবার রাতে নিহত পারভিন আকতারের স্বামী আবদুল মতিনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বলেন, নিহত পারভিন আকতারের সাথে স্বামী আবদুল মতিনের প্রায় ঝাগড়া হতো। খুনের দিনও পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এ ঝগড়ার রেশ ধরে স্ত্রী পারভিন আকতার ও শাশুড়ি হোসনে আরাকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। এ মামলার আসামি আবদুল মতিনকে গ্রেফতার করা গেলে বিস্তারিত জানা যাবে।
নিহত হোসেনে আরার ছেলে মো. সোহেল বলেন, ১০ মাস আগে আবদুল মতিনের সাথে পারভিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারভিনকে মারধর করতো। সোমবার দিনে ও রাতে মতিনের সাথে একাধিক বার ঝগড়া হয় এবং পারভিনকে মারধর করে। এসময় প্রতিবাদ করায় মা প্রতিবাদ করায় তাকে গালিগালাজ করে। রাতেই মতিন মা ও বোনকে হত্যা করেছে।
মামলা দায়ের:
মা-মেয়ে খুনের ঘটনায় মঙ্গলবার রাতে নিহত হোসেনে আরার মেয়ে রেশমি আকতার বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলায় বোনের স্বামী আবদুল মতিনকে আসামি করা হয়।
ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বলেন, মা-মেয়ে খুনের ঘটনায় নিহত হোসেনে আরার মেয়ে রেশমি আকতার বাদি হয়ে বোনের স্বামী আবদুল মতিনকে আসামি করে মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে আবদুল মতিন পলাতক রয়েছেন। তাকে গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার নগরীর পাঠানটুলী গায়েবী মসজিদের বিপরীতে মগপুকুর পাড় এলাকা থেকে হোসেনে আরা (৫০) ও তার মেয়ে পারভিন আকতারের (২২) মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার