বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাজা বাড়ানোর রায়ের প্রতিবাদে চট্টগ্রাম উত্তর-দক্ষিণ ও মহানগর বিএনপি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ বুধবার নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনের সড়কে বেগম জিয়ার ‘সাজানো রায়’র প্রতিবাদে চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলা বিএনপির কেন্দ্র ঘোষিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও চাকসু ভিপি নাজিম উদ্দিন বলেছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার সাজার মেয়াদ ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার রায় একটি নজিরবিহীন ও অস্বাভাবিক ঘটনা।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ অবিলম্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম ও চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, সহসভাপতি ইকবাল চৌধুরীসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবী জানান। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় দায়েরকৃত গায়েবী মামলা প্রত্যাহরের জোর দাবি জানান।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এম এ হালিম, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ সেকান্দর চৌধুরী, সম্মিলিত পেশাজীবি নেতা সাংবাদিক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আর ইউ চৌধুরী শাহীন, উত্তর জেলা বিএনপি নেতা অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সারোয়ার আলম, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী, মহানগর মহিলা দলের সভাপতি কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো.ইদ্রিস আলী, সহ যুব বিষয়ক সম্পাদক আজাদ বাঙ্গালী প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার