সঞ্চালন লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পিডিবির এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। তার নামে মো. নাছির (৫৫)। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।
বাড়বকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ওয়াশি আজাদ বলেন, বাড়বকুণ্ড বিদ্যুৎ অফিসের লাইনম্যান হিসেবে কর্মরত মো. নাছির সঞ্চালন লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় কর্মরত অন্য সহকর্মীদের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বিদ্যুতের খুঁটির উপর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার