ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার সলিমপুরের ফকিরহাট এলাকার কালুশাহ ব্রিজ থেকে নামার সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়লে অজ্ঞাত এক নারী নিহত ও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর পরিচয় জানা যায়নি। আহতরা হলেন- ইমন, জানে আলম ও মাসুম। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িটি আটক করা হয়েছে।
বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আহসান হাবীব বলেন, ‘চট্টগ্রামমুখী একটি ট্রাক (হবিগঞ্জ ট-১১-০০১১) কালুশাহ ব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এ সময় দোকানের মালিক ইমন, পথচারী জানে আলম ট্রাক ড্রাইভার মাসুম এবং অজ্ঞাত এক মহিলা গুরুতর আহত হয়। পরে তাদেরকে চমেক হাসপাতালে ভর্তি করা হলে মহিলাটি মারা যান। আহতরা এখন চিকিৎসাধীন আছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার