স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে রাগের মাথায় প্রতিবেশী যুবক জাহাঙ্গীরকে (৩৫) কাঠের বাটাম দিয়ে আঘাত করেন মো. ইমরান নাজির। পরে গুরুতর আহত জাহাঙ্গীর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফি উদ্দিনের আদালতে হত্যার ঘটনার বর্ণনা দিয়ে এমন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি ইমরান নাজির।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, তথ্যপ্রযুক্তির সহায়তায় হালিশহরের শান্তিবাগ আবাসিক এলাকা থেকে ইমরান নাজিরকে গ্রেফতার করে পাহাড়তলী থানার উপ-পরিদর্শক (এসআই) অর্ণব বড়ুয়ার নেতৃত্বে একটি টিম। ঘটনায় ব্যবহৃত বাটামটিও উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৯/মাহবুব