চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ব্যতিক্রমী সেবায় যাত্রা করেছে ‘কলোরেক্টাল ক্লিনিক’। বুধবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন এ ক্লিনিকের উদ্বোধন করেন।
চমেক হাসপাতালের নতুন ভবনের ৫ম তলার ৫০৩ নং কক্ষে কলোরেক্টাল ক্লিনিক স্থাপন করা হয়।
চমেক হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডা. নুর হোসাইন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিএমএ চট্টগ্রামের সভাপতি ডা. মুজিবুল হক খান, চমেক হাসপাতালের পরিচালক ব্রি. জেনারেল মহসিন উদ্দিন আহমদ, চমেকের অধ্যক্ষ ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, উপাধ্যক্ষ প্রদীপ কুমার দত্ত, ডা. মোহাম্মদ সাইফুল হক।
কলোরেক্টাল ক্লিনিকে মলদ্বারে রক্তপাত, মলদ্বারে ব্যথা, ফুলে যাওয়া, মলদ্বার দিয়ে পুঁজ বা পানি পড়া, মলদ্বার দিয়ে কিছু বের হয়ে আসা, মলদ্বারের ভেতরে পলিশ বা টিউমার, মল বা বায়ু ধরে রাখতে না পারা এবং কুষ্ঠকাঠিন্য রোগীদের সেবা দেওয়া হবে। হাসপাতালের বহির্বিভাগ থেকে টিকেট সংগ্রহ করে প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সেবা প্রদান করা হবে।
এসময় চসিক মেয়র বলেন, ‘শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, বুদ্ধিবৃত্তি উন্নয়ন, অসাম্প্রদায়িক জীবনবোধ সর্বোপরি গভীর দেশপ্রেমই স্বাস্থ্য-শিসক্ষাহ সকল ক্ষেত্রে বর্তমান অগ্রযাত্রাকে আরো বেগমান করতে পারে। এ ক্ষেত্রে আমাদের সকলের সামাজিক দায় এবং দায়িত্ব আছে। সে দায়িত্ব নিজের পরিবারে প্রতি, সামাজের প্রতি, সর্বোপরি দেশ ও জাতির প্রতি দায়বদ্ধ থেকে কাজ করতে হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন