নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর উলাই’য়াহ বাংলাদেশের নেতা আবদুল্লাহ আল মাহফুজকে (৩০) ফের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন বলে জানান চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুজ্জামান।
তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা মাহফুজের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। এর আগে মাহফুজসহ ১৪ জঙ্গি সদস্যের তিন দিন করে রিমান্ড এবং হিযবুত তাহরীরের আঞ্চলিক প্রধান আবুল মোহাম্মদ এরশাদুল আলমকে পাঁচ দিন রিমান্ড দিয়েছিলেন আদালত।
অন্যদিকে হিযবুত তাহরীরের মামলার তদন্তভার সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটে যাচ্ছে। মামলা স্থানান্তরের আদেশ সই হয়েছে বলে জানান অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মুহাম্মদ আবদুর রউফ। তবে এখনও মামলা হস্তান্তর হয়নি বলে জানান তিনি।
প্রসঙ্গত, গত ২২ নভেম্বর নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলো হিযবুত তাহরীরের আঞ্চলিক প্রধান আবুল মোহাম্মদ এরশাদুল আলম (৩৯), আব্দুল্লাহ আল মাহফুজ (৩০), মো. ইমতিয়াজ ইসমাইল (২৫), মো. নাছির উদ্দিন চৌধুরী (২২), মোহাম্মদ নাজমুল হুদা (২৭), মো. লোকমান গনি (২৯), মো. করিম (২৭), আব্দুল্লাহ আল মুনিম (২২), কামরুল হাসান প্রকাশ রানা (২০), মো. আরিফুল ইসলাম (২০), আজিম উদ্দিন (৩১), ফারহান বিন ফরিদ প্রকাশ রাফি (২৩), মো. আজিমুল হুদা (২৪), ওয়ালিদ ইবনে নাজিম (১৫) ও মো. সম্রাট (২২)।
বিডি প্রতিদিন/হিমেল